বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা জেলা জজ কোর্টের সামনে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা বারের সামনে জড়ো হয়ে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের আইনজীবীরা স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ওপর অতর্কিতে লাঠিপেটা শুরু করে। এতে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যান। লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তিসহ তিন দফা দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল নিয়ে জজ কোর্টের দিকে যাওয়ার সময় পুলিশ অর্তকিত এই হামলা চালায় বলে জানিয়েছে বিএনপিপন্থি আইনজীবীরা। তাদের দাবি এসময় নারী আইনজীবীসহ অনেকে আহত হয়েছেন।
পুর্ব অনুমতি ছাড়া রাস্তায় মিছিল করার সময় বিএনপিপন্থি আইনজীবীদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত বলে জানায় পুলিশ।