উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প-৬ এর ই ব্লকে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ধ্যার আগে কুতুপালং- ই ব্লকে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি হয়,সেখানে গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যায়,অপরজন কে আশঙ্খাজনক অবস্থায় প্রথমে উখিয়া সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু, সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে সদর হাসপাতালে রেফার করে। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গ প্রেরণ করা হয়েছে।