সাপাহারে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

নওগাঁর সাপাহারে “জাতীয় স্থানীয় সরকার দিবস” উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে মেলায় উন্নয়নমূলক কাজের প্রদর্শণী, র্যালী, আলোচনা সভা, জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত তাৎক্ষনিক সেবা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী,৬ ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আল হেলাল ইসলামী একাডেমী স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে উন্নয়ন মেলার স্টলে ৬ ইউনিয়ন পরিষদ, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অংশগ্রহন করেন।