মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার কুয়ানতান রাজ্যে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি প্রবাসীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কুয়ালা লিপিস শহর থেকে ৯০ কিলোমিটার দূরে জালান লিপিস-মেরোপাহতে এই দুর্ঘটনা ঘটে। তিনজনই একটি দ্বিতল বাসের যাত্রী ছিলেন।
নিহত বাংলাদেশি ব্যক্তির নাম হোসেন কামাল (৪১)। অন্য নিহত যাত্রী মালয়েশিয়ান নাগরিক মোহা. সুক্রি মাত নূর (৫৫) এবং বাসের চালক আজিজ দাউদ (৬৩)।
লিপিস জেলা পুলিশের প্রধান আজলি মোহা. নূর বলেন, বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ২ টায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ১৮ জন যাত্রী নিয়ে কেলানতানের কোতাবারু থেকে রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল।
তিনি জানান, বাসটি একটি মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। সড়কের পাশের নিচু স্থানে গিয়ে আঘাত করে।
বাসটির দ্বিতীয় চালক এবং আরও ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ কুয়ালা লিপিস হাসপাতালে নেয়া হয়েছে ময়নাতদন্তের জন্য এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান আজলি নূর।
পাহাং ফায়ার এন্ড রেসক্যু বিভাগ (জেবিপিএম) এর সহকারী পরিচালক (অপারেশন) ইসমাইল আব্দুল ঘনি বলেন, কুয়ালা লিপিস এবং গুয়া মুসাংয়ের ফায়ার এন্ড রেসক্যু স্টেশনের ২৪ জন কর্মকর্তা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।