যাত্রীবাহী ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান

প্রান্তিক জনগোষ্ঠীর কৃষিজ পণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিনি এ উদ্বোধন করেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। আড়ৎদার ও বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। যেহেতু এটা মাত্র শুরু করলাম, তাই ভবিষ্যতে এটাকে বহুমুখী করার জন্য অন্যান্য পরিবহনের সঙ্গে প্রতিযোগিতায় আসতে হবে
তিনি আরও বলেন, আমরা এজেন্ট নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। রেল নিয়ে কোন ব্যবসা করতে চাই না। আমরা ফেসিলিটিসটা দিতে চাই। আপাতত ১৬টি ট্রেনে একটি করে লাগেজ ভ্যান দিচ্ছি। চাহিদার ওপর নির্ভর করে আমরা লাগেজ ভ্যান বাড়াবো।
উদ্বোধনের আগেই একটি হ্যান্ডবিল তৈরি করে রেলওয়ে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ব্যবসায়ী এবং সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় মালামাল পরিবহনের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর ট্রেনগুলোতে লাগেজ ভ্যান যুক্ত করা হচ্ছে। যার মাধ্যমে স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে মালামাল পরিবহন করা হবে। ব্যবসায়ীদের এবং সর্ব সাধারণকে মালামাল পরিবহনের জন্য নিকটস্থ স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা হতে ছেড়ে যাওয়া চট্টগ্রাম, কিশোরগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, মোহনগঞ্জ, তারাকান্দি, জামালপুর, দেওয়ানগঞ্জ বাজার, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরগামী মোট ১২টি জেলার আন্তঃনগর ট্রেনের মাধ্যমে মালামাল পরিবহন করা যাবে।
কৃষিপণ্য পরিবহনে চীন থেকে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকায় ১২৫টি লাগেজ ভ্যান কিনেছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৭৫টি মিটারগেজ লাইনের ট্রেনে ও ৫০টি ব্রডগেজ লাইনের আন্তঃনগর ট্রেনের সঙ্গে যুক্ত থাকবে। ৬০টি সাধারণ লাগেজ ভ্যানের মধ্যে ব্রডগেজ লাইনে ৩০টি ও মিটারগেজ লাইনে ৩০টি থাকছে। এছাড়া ২৮টি এসি লাগেজ ভ্যানের মধ্যে ব্রডগেজ লাইনে ১২টি ও মিটারগেজ লাইনে ১৬টি থাকছে।
মোট চুক্তি মূল্য ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা (৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৮৩ কোটি ২৪ লাখ এবং ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৭৫ কোটি ১৫ লাখ)।
ইতোমধ্যে ২টি চালানে ৫০টি মিটারগেজ লাগেজ ভ্যান বাংলাদেশে পৌঁছেছে। কমিশনিং ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৪ সেপ্টেম্বর ১ম দফায় ১৬টি লাগেজ ভ্যান পরিচালনার শুভ উদ্ভোধন হলো।
অবশিষ্ট ২৫টি মিটারগেজ লাগেজ ভ্যান এবছর অক্টোবর মাসে এবং পরবর্তী ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান ডিসেম্বর মাসের মধ্যে সরবরাহ পাওয়া যাবে।