শহিদুল্লাহকে গ্রেফতার করা ২ এএসআই প্রত্যাহার

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মারা যাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেফতার করা দুই এএসআই'কে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ আসাদ সাক্ষরিত আদেশে বিষয়টি জানা গেছে।
প্রত্যাহারকৃতরা হলেন, নগরীর চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা।
আদেশে উল্লেখ করা হয়, ‘সিএমপি চট্টগ্রাম উত্তর বিভাগাধীন চান্দগাঁও থানার কর্মরত এএসআই (নিরস্ত্র)’ ইউসুফ আলী ও এটিএম সোহেল রানাকে প্রশাসনিক কারণে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলো।’
এর আগে, মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার বাসার সামনে থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থানায় নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি পুলিশের। পরবর্তীতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদুল্লাহর মৃত্যুকে পরিবারের সদস্যরা পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন। পাশাপাশি ‘মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত গুরুতর অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। একইসঙ্গে তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে গণমাধ্যমে সংগঠনটির সভাপতি মো. মশিউর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি পাঠিয়েছেন।
তবে পুলিশের দাবী, শহীদুল্লার সাথে কোনো প্রকার অসদাচরণ করা হয়নি। তিনি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালেই তিনি মারা যান।
এই ঘটনায় বুধবার নগর পুলিশের উপ কমিশনার (ডিসি উত্তর) মো. মোখলেছুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।