বাংলাদেশ হবে আন্তর্জাতিক যাত্রী পরিবহনের হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় বাংলাদেশ হবে আকাশপথে আন্তর্জাতিক যাত্রী পরিবহনের হাব। সবাই এখানে আসবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে। সেভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলছি।
শনিবার (৭ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ যোগাযোগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, এজন্য সরকার প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে প্রতিষ্ঠা পেতে কাজ করছে।
এসময় থার্ড টার্মিনাল নির্মাণে সহযোগিতা করায় জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আশপাশের দেশ চাঁদে চলে যায়, আমরাও চাঁদে যাব, আমরা কেন পিছিয়ে থাকব।
আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোড মডেল উল্লেখ করে সরকারপ্রধান বলেন, গ্রামের মানুষকেও আমরা অবহেলা করিনি। বিশ্বের দরবারে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে পরিকল্পনা করে দিচ্ছি।
কোভিডের মধ্যেও দ্রুত কাজ সম্পন্ন হওয়ায় টার্মিনাল নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোভিডের অতিমারি সত্ত্বেও নির্মাণকাজ চলেছে। ৪ বছরের মধ্যে টার্মিনাল স্থাপন করেছি। জেড ফুয়েল যাতে সরাসরি শাহজালাল বিমানবন্দরে আসে, সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।
তিনি বলেন, দেশের অন্যান্য বিমানবন্দরগুলোকেও উন্নত করা হবে, এছাড়াও দেশের সকল বিমানবন্দরের সঙ্গে কক্সবাজার বিমানবন্দরকে যুক্ত করে দেওয়ার লক্ষ রয়েছে সরকারের। এছাড়াও আন্তঃজেলা যোগাযোগ বিমানের মাধ্যমে পরিচালনা করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এছাড়াও জেট ফুয়েল সরাসরি বিমানবন্দরের পৌঁছানোর জন্য পাইপলাইন এর নির্মাণ কাজ শুরু হয়েছে।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন। তৃতীয় টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করা যাবে। এছাড়াও বহুতল কার পার্কিংয়ে রাখা যাবে এক হাজার ৪৪টি গাড়ী। নতুন টার্মিনালে এক কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব।