মুজিববর্ষে বেসিক ব্যাংক সৈয়দপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদঠু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিববর্ষে বেসিক ব্যাংক সৈয়দপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি কজেচ চত্বরে ওই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান সরকার।
এ সময় বেসিক ব্যাংক সৈয়দপুর শাখার নির্বাহী ব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আব্দুল কুদ্দুস সরকার, কর্মকর্তা মো. সাজেদুজ্জামান ও কর্মকর্তা মো. মাসরুফ আলম, সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মো. কামাল হোসেন, সাবেক সম্পাদক সহকারি অধ্যাপক মো. গোলজার হোসেন, প্রভাষক জিকরুল হক এবং শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আহসান উদ্দিন বাদলসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান সরকার কলেজ চত্বরে ওষুধি নিম ও ফলদ পেঁয়ারা গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
ওইদন সৈয়দপুর সরকারি কলেজ চত্বরে বিভিন্ন ফলদ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়েছে ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি