কৃষকলীগ নেতা বাগজানা মাদ্রাসার সভাপতি নির্বাচিত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তের পাড়ে অবস্থিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি হলেন কৃষকলীগ নেতা মোঃ রাসেল কবীর। তিঁনি দীর্ঘদিন যাবৎ বাগজানা ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের আহবায়কের দ্বায়িত্ব পালন করে আসছেন। তাঁর পিতা মরহুম মোবারক আলী মন্ডল (মাষ্টার) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। বাবার অকাল মৃত্যতে পদটি শুন্য হয়ে যায় এমত্বস্থায় সঠিকভাবে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য শিক্ষাঅফিস সহ সকল প্রয়োজনীয় দাপ্তরীক কাজ শেষে বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষক রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদের নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় রাসেল কবীর বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়। মাদ্রাসার সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে নির্বাচনটি অনুষ্ঠিত হলেও এসময় সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি