প্রকাশিত : ৯ মে, ২০২১ ১৬:৪৬

বগুড়ায় ২য় দফায় এতিম শিশুদের ঈদের খাদ্যসামগ্রী দিলেন পরিমল প্রসাদ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ২য় দফায় এতিম শিশুদের ঈদের খাদ্যসামগ্রী দিলেন পরিমল প্রসাদ

বগুড়া শহরের ফুলবাড়ি নুরুননাহার সামস্ উদ্দিন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ২য় দফায় শনিবার বিকেলে মাদ্রসার সকল এতিম শিশুদের ঈদের খাদ্যসামগ্রী প্রদান ও সকলকে একত্রে ইফতার করিয়েছেন ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ।

খাদ্যসামগ্রীস্বরুপ প্রতিটি শিশুকে প্রদান করা হয়েছে চিনিগুড়া আতপ চাল, তেল, চিনি, লাচ্ছা, সেমাই এবং দুধ। বিতরণকালে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক সাজেদুর রহমান শিপলু, সুমি ডেন্টাল কেয়ারের পরিচালক ডেন্টিস্ট সুজিত তালুদার, গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়, সমাজসেবক রিজু মোল্লা, গণমাধ্যমকর্মী সজল শেখ, ব্যবসায়ী মিল্লাত হোসেন, রাজু আহম্মেদ, প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর নিজের জন্মদিনকে সামনে রেখে ব্যবসায়ী পরিমল প্রসাদ এতিম শিশুদের মাঝে ঈদসামগ্রী প্রদান করে থাকেন। যার ধারাবাহিকতায় শনিবার ২য় দফায় করোনাকালীন এই ক্রান্তিকালে পবিত্র ঈদ-ঊল ফিতর কে সামনে রেখে তিনি এই ঈদসামগ্রী বিতরণ করেন। ইফতার পরবর্তী করোনাভাইরাস থেকে মুক্তি এবং দেশ ও দশের কল্যাণ কামনা করে মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

উপরে