প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯ ১৫:০৫

“জননেত্রী শেখ হাসিনা পরিষদ” জেলা কমিটির বিরুদ্ধে অপপ্রচার

প্রেস বিজ্ঞপ্তি
“জননেত্রী শেখ হাসিনা পরিষদ” জেলা কমিটির বিরুদ্ধে অপপ্রচার

“জননেত্রী শেখ হাসিনা পরিষদ”এর বগুড়া জেলা কমিটির নামে গত ১লা আগস্ট হতে বিভিন্ন পত্র পত্রিকায় ও সোস্যাল মিডিয়াতে মিথ্যাচার ও গুজব ছড়ানো হচ্ছে-যে, বগুড়া জেলা কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যা সম্পুর্ন রুপে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ এবং সভাপতি, এম,এ হাকিম মাষ্টার ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার প্রিন্স ইলাহী নামে স্বাক্ষরিত জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামের কমিটি অবৈধ। কারন কেন্দ্রীয় কমিটির প্রকৃত সভাপতি / কার্য্যকরী সভাপতি ক্যাপ্টেন এম,মোয়াজ্জেম হোসেন এবং প্রতিষ্ঠাতা/ সাধারণ সম্পাদক, এম,এইচ খান স্বাক্ষরিত নামে কমিটি বগুড়া জেলা সহ সকল জেলা কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। বিধায়, এই কমিটি ব্যতীত অন্য কোন কমিটি বৈধ নয়। তাই উক্ত সংগঠনটির সকল নেতা কর্মীকে সজাগ ও সর্তক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে কেউ কোন প্রকার অপপ্রচার ও গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উপরে