নন্দীগ্রামে আ’লীগের বর্ধিত সভায় ইউনিয়ন সম্মেলনের তারিখ নির্ধারণ
কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নিদের্শনা অনুযায়ী আগামী ১৫ মার্চ নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, আলী হাসান, স্বপন চন্দ্র, আজিজুর রহমান, মখলেছুর রহমান, মুক্তার হোসেন, শামিম শেখ, মুক্তারিন সরকার, মোরশেদুল বারী, একরাম হোসেন, কালিপদ রায়, জুলফিকার আলী, মজনুর রহমান প্রমুখ।
বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারী বুড়ইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড, সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড। ২২ ফেব্রুয়ারী ভাটগ্রাম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড, থালতা মাজগ্রাম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড। ২৩ ফেব্রুয়ারী ভাটরা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড, নন্দীগ্রাম পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড। ২৪ ফেব্রুয়ারী বুড়ইল ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড। ২৫ ফেব্রুয়ারী ভাটগ্রাম ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, থালতা মাজগ্রাম ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড। ২৬ ফেব্রুয়ারী ভাটরা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, নন্দীগ্রাম পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড। ২৭ ফেব্রুয়ারী বুড়ইল ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড। ২৮ ফেব্রুয়ারী ভাটগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, থালতা মাজগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড। ২৯ ফেব্রুয়ারী ভাটরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড, নন্দীগ্রাম পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করার তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া ১লা মার্চ বুড়ইল ইউনিয়ন, ২ মার্চ সদর ইউনিয়ন, ৩ মার্চ ভাটরা ইউনিয়ন, ৪ মার্চ থালতা মাজগ্রাম ইউনিয়ন, ৫ মার্চ নন্দীগ্রাম পৌরসভা ও ৬ মার্চ ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

                    
                নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি