রাজনৈতিক অনুষ্ঠানে মাস্ক পরে আসতে হবে: প্রধানমন্ত্রী
দলের যে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে মাস্ক পরে আসতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সোমবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সভায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন রাজাকারদের তালিকা তৈরির বিধান রেখে বিজয়ের মাসে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২০' এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের বিষয়ে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মাস্ক না পরলে জরিমানার পাশাপাশি কাপড়ের মাস্ক দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০ নামে নতুন এই আইনের ফলে ২০০২ এর আইনটি বাতিল হবে। রাজাকারের তালিকা ও গেজেট প্রকাশে সুপারিশ করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

অনলাইন ডেস্ক