নানা আয়োজনে পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনে পঞ্চগড়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক মারুফ রায়হানসহ ছাত্রলীগের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রাত ১২ টা ১ মিনিটে জেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি