কাহালুতে আঃলীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বগুড়ার কাহালু চারমাথাস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, আওয়ামীলীগনেতা ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান আব্দুল জোব্বার, আওয়ামীলীগনেতা আবুল কাশেম, আব্দুল হান্নান, শাফিকুল ইসলাম শফিক, সামছুদ্দোহা রাবু, জুয়েল, জিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক মেহেদী হাসান রাজিব, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব প্রমূখ।