কাহালুর বিএনপিনেতা মতিনের মায়ের মৃত্যুতে এমপি মোশারফের শোক প্রকাশ
শনিবার বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মাদ আলী তালুকদার মতিনের মা মাজেদা বেগম বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবন নারহট্র’র শিলকওঁর গ্রামে মারা যান। (ইন্না----রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মাজেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন, বিএনপিনেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
এছাড়াও বিবৃতি দিয়েছেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক ও মালঞ্চা ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. নেছার উদ্দিন, কাহালু পৌর বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন (বাদল), যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর ফেরদৌস আলম, নন্দীগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম মাস্টার, যুগ্ম আহবায়ক হাফিজার রহমান, পৌর বিএনপির আহবায়ক লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক ফিললু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।