কাহালু পৌরসভার প্রায় ১৫’শ জনকে ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর মোজাম
সোমবার বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ড কাউন্সিলর এর নিজস্ব অর্থায়নে এবং সোনালী ন্বপ্ন উন্নয়ন সংস্থা (এসএসডিও) এর সৌজন্যে পৌরসভার প্রায় ১৫’শ জনকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ করেন সোনালী ন্বপ্ন উন্নয়ন সংস্থার পরিচালক ও কাহালু পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম মোজাম্মেল হক মোজাম।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এর পিতা মোসলেম উদ্দিন, কাউন্সিলর এর বড় ভাই ফজলার রহমান, অত্র ওয়ার্ডের বাদশা আকন্দ, আবেদ আলী, আবুল কাশেম লাভা, আজাদুর রহমান, আবুল কালাম, শাহিন কবিরাজ, আতিক কবিরাজ, সোনালী ন্বপ্ন উন্নয়ন সংস্থা (এসএসডিও) এর ম্যানেজার আবুল বাশার, এরিয়া ম্যানেজার হারুনুর রশিদ, বিপুল চন্দ্র সহ অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাহালু (বগুড়া ) প্রতিনিধি