নারী ম্যারাথনে বিশ্ব রেকর্ড এবার কেনিয়ার কন্যার

ম্যারাথনে এবার বিশ্ব রেকর্ড গড়লেন কেনিয়ার নারী দৌড়বিদ ব্রিজিড কোশেই। এর আগে ২০০৩ সালের লন্ডন ম্যারাথনে ২ ঘণ্টা ১৫ মিনিট ২৫ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ব্রিটিশ নারী দৌড়বিদ পাওল রেডক্লিফ। গতকাল রবিবার শিকাগো ম্যারাথনে সেই রেকর্ড ভেঙে দেন তিনি।
জানা গেছে, চলতি বছরের এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিতব্য হাফ ম্যারাথনে ১ ঘণ্টা ৪ মিনিট ২৮ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড গড়েন কোশেই। এবার গতকাল রবিবার শিকাগোতে পূর্ণ ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ১৪ মিনিট ৪ সেকেন্ড। যা ব্রিটিশ নারী দৌড়বিদ রেডক্লিফের চেয়ে পুরো ৮১ সেকেন্ড কম।
দৌড় শেষ করে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে গণমাধ্যমকে কোশেই বলেন, ‘আমি খুব খুশি, অনেক ভালো লাগছে। দৌড়ের পুরোটা সময় মানুষ আমাকে সমর্থন দিয়েছে। এটা বাড়তি শক্তি দিয়েছে। আমার মনে হচ্ছিলো যেনো শরীরই চাচ্ছে আমি এটা শেষ করি। তাই হয়ে গেলো।’
এদিকে নারীদের ম্যারাথনে কোশেইয়ের বিশ্ব রেকর্ড গড়ার দিনে পুরুষদের ম্যারাথনেও চ্যাম্পিয়ন হন আরেক কেনিয়ান পুরুষ দৌড়বিদ লরেন্স চেরেনো। এর ফলে শিকাগো ম্যারাথনে রবিবার দিনটি ছিলো কেনিয়ানদের জন্য সাফল্যময় দিন।